কুমিল্লার মেঘনায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে নাজমা (৫৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওয়ারখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

[৩]নিহত নাজমা আক্তার একই গ্রামের আবুল কালামের স্ত্রী। এ ঘটনায় গুরত্বর আহত দুইজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৪] এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান,” ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফারুক আব্বাসীর সাথে একই গ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজ মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে দীর্ঘদিন এলাকায় আসতে পারেনি সিরাজ মিয়া। শুক্রবার তার বড় ভাই আব্দুস সালামের মেয়ের বিয়েতে ভাওরখোলা নিজ গ্রামে আসেন। খবর পেয়ে ফারুক আব্বাসীর লোকজন তার উপর হালা চালায়। হামলায় ঘটনাস্থলেই তার ভাই আব্দুস সালামের স্ত্রী নাজমা আক্তার নিহত হন।”
[১]করোনায় মারা গেছেন ৮৫ পুলিশ সদস্য, এখনও আক্রান্ত ১২৪ ≣ [১] মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক ≣ [১] করোনা ধ্বংসে নাকের স্প্রে উদ্ভাবনের দাবি বিআরআইসিএমের, তারাই প্রথম সফল হয়েছে জানালেন

[৫] ইউপি চেয়ারম্যান ফারুক আব্বাসী বলেন, “শুক্রবার সন্ধ্যায় অপরিচিত কিছু লোক হামলা করে আমার উপর। আমি চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বারে চলে এসেছি, এরপর এলাকার লোকজন মাইকিং করে কি করেছে আমি আর কিছুই জানিনা।”

[৬] মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, “নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় অভিযান চলছে।”

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *