কাবুল বিমানবন্দরের বেশ কিছু অংশ দখলে নিয়েছে তালিবান

স্থানীয় সময় শুক্রবার রাতে তালিবানের একজন মুখপাত্র এ দাবি করেছেন। তিনি বলেন, কাবুল বিমানবন্দরের কিছু অংশ দখলে নিতে সক্ষম হয়েছেন তারা। তবে পেন্টাগন তালিবানের এ দাবি প্রত্যাখ্যান করেছে। বিবিসি

[৩] কাবুলে অবস্থিত বিবিসির প্রধান আন্তর্জাতিক প্রতিবেদক লিস ডাউসেটকে কয়েকটি সূত্র জানিয়েছে, কাবুল বিমানবন্দরে মার্কিন ও ব্রিটিশ সৈন্য নিজেদের অবস্থান গুটিয়ে নিচ্ছে। এখন তালিবানের কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণে নেওয়া কয়েক ঘন্টার ব্যাপার মাত্র।

[৪] এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, কাবুল বিমানবন্দরে আরো সন্ত্রাসী হামলা হতে পারে। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বাহিনী আইএসের এ হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু। আগামী বেশ কিছু দিন সব থেকে বিপজ্জনক সময় হবে আমাদের জন্য।

[৫] উল্লেখ্য, পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তান ছেড়ে যেতে কাবুল বিমানবন্দরের ভেতরে ৫ হাজার অধিক লোক এখনো অপেক্ষমান রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *