করোনায় নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ (৬৫) মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তার মৃত্যু হয়।

আজ সোমবার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন বলেন, বেশ কিছুদিন যাবৎ তিনি শারিরীক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। সপ্তাহ খানেক আগে করোনার নমুনা পরীক্ষা করানো হলে রিপোর্ট ‘পজিটিভ’ আসে।

তাকে নড়াইলের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয় বলেও জানান হাফিজ খান।

নড়াইলে করোনা আক্রান্ত হয়ে মৃতদের দাফনে সহযোগিতা করছে বঙ্গবন্ধু স্কোয়াডের সদস্যরা। মৃত এই বীর মুক্তিযোদ্ধার দাফনও তাদের তত্ত্বাবধানে হবে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) সিদ্দিক আহম্মেদের জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ নড়াইল জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। তারর স্ত্রী আঞ্জুমান আরা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *