কওমি মাদ্রাসায় জামায়াত-শিবিরের অনুপ্রবেশ ঘটেছে: মিছবাহুর রহমান চৌধুরী

কওমি মাদ্রাসায় ইদানীং জামায়াত-শিবিরের অনুপ্রবেশ ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মুগদায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে মহাজোটের শরিক দলটির চেয়ারম্যান এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দেশের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান কওমি মাদ্রাসাগুলোতে ইদানীং জামায়াত-শিবির অনুপ্রবেশ করেছে। এর ফলে কওমি মাদ্রাসায় কিছু উগ্র সাম্প্রদায়িক বক্তার আবির্ভাব ঘটেছে। তাদের বক্তব্যে ন্যূনতম শিষ্টাচার থাকে না। তারা মূলত জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সংগঠনটির প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ব্যাপক সমালোচনা করেন মিছবাহুর রহমান চৌধুরী। এ সময় মতলববাজ জামায়াতের এজেন্ট থেকে কওমি শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
[১] ওস্তাদ আলাউদ্দিন খাঁর ওয়াকফকৃত জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন ≣ দু’মাস পর ফের ইনস্টাগ্রামে পোস্ট করণ জোহরের ! ≣ অরুণার ব্যস্ততা এখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবি দেখা নিয়ে

মিছবাহুর রহমান চৌধুরী আরও বলেন, ধর্ম কখনো মানুষকে উচ্ছৃঙ্খলতা বা উগ্রবাদ শেখায় না। ধর্মীয় কোনো বিষয়ে সমস্যা দেখা দিলে ধর্মীয় শিষ্টাচার ও পদ্ধতি অবলম্বন করেই এর সমাধানের দাবি করতে হয়। প্রতিনিধি সম্মেলনে দলটির কেন্দ্রীয় মহাসচিব মুফতি মনিরুজ্জামান রাব্বানীসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *