ওয়ালমার্টে ক্যাশলেস পেমেন্ট সিস্টেম

কভিড-১৯ মহামারী মোকাবেলায় গ্রাহকদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রযুক্তির সহায়তা নিচ্ছে ওয়ালমার্ট। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফেয়েটভিলে নিজেদের সুপারস্টোরে এখন থেকে টাচ ফ্রি পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ক্রেতাদের চেক আউট করার ব্যবস্থা করেছে।

বিবৃতিতে ওয়ালমার্ট জানিয়েছে, এর মাধ্যমে অর্থ পরিশোধের প্রক্রিয়াটি আরো দ্রুততর করা যায় কিনা, তা পরীক্ষা করা হবে। নভেল করোনাভাইরাসের প্রভাবে এমনিতেও কর্মী সংখ্যা কমে গেছে। তবে কোনো ক্রেতা অর্থ পরিশোধের প্রক্রিয়াটি সম্পন্ন করার ক্ষেত্রে সমস্যায় পড়লে ওয়ালমার্ট কর্মীদের সহায়তা পাবেন।

পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম সফল হলে ওয়ালমার্ট অন্যান্য স্টোরেও টাচ ফ্রি পেমেন্ট সিস্টেম চালু করতে পারে। নভেল করোনাভাইরাসের ভয়ে মানুষ এখন কন্ট্যাক্ট লেস বা সংস্পর্শহীন সেবা নিতে আগ্রহী হচ্ছেন। গত এপ্রিলে ডেনভারে অবস্থিত ওয়ালমার্টের একটি শাখায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হন ছয় কর্মী। এছাড়া ওই শাখায় কেনাকাটা করার পর তিন ক্রেতা নভেল করোনাভাইরাস পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *