এবার পেছাল গোল্ডেন গ্লোব

অস্কারের মতো ২০২১ সালের গোল্ডেন গ্লোবসও পেছাল। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পরিবর্তিত তারিখ অনুসারে সামনের বছর ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোবস।

করোনাভাইরাস মহামারী পুরো দুনিয়ার সব ক্ষেত্রেই আঘাত হেনেছে। শুধু যে মানুষের জীবন যাচ্ছে তা-ই নয়, মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। বিনোদনজগৎও তার ব্যতিক্রম নয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনেক বড় বড় আয়োজনও পিছিয়ে দেয়া হয়েছে, নয়তো বাতিল হয়েছে। সর্বশেষ পেছানো হয়েছে ২০২১ সালের গোল্ডেন গ্লোবসের আয়োজন। সম্প্রতি হলিউড ফরেইন প্রেস অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।

গোল্ডেন গ্লোবস সাধারণত জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। কিন্তু এখন নতুন সূচি অনুসারে এ অনুষ্ঠান ২০২১ সালে হবে ২৮ ফেব্রুয়ারি। এর আগে তারিখটি ছিল ৯৩তম অস্কার আসরের এবং তা নির্ধারিত হয়েছিল ২০১৭ সালে। তখন এ মহমারী নিয়ে কেউ কল্পনাও করেনি। আর এখন অস্কার আয়োজন পিছিয়ে দেয়া হয়েছে ২০২১ সালের ২৫ এপ্রিল।

অস্কারের ৯৩তম আসর বসবে ২০২১ সালের ২৫ এপ্রিল, কয়েক দিন আগেই এ সিদ্ধান্ত হয়েছে। এবার তকে অনুসরণ করল গোল্ডন গ্লোবসের ৭৮তম আসর। এর ৭৭তম আসরটি বসেছিল ৫ জানুয়ারি।

৭৮তম গোল্ডন গ্লোবসের জন্য বিভিন্ন নির্দেশনা আরো কয়েক দিন পর জানানো হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *