এবার অ্যাপে দীঘির সিনেমা

করোনার কারণে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার হার এখন কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অনলাইন মাধ্যমে ছবি মুক্তি দেয়ার কথা ভাবতে শুরু করেছেন দেশের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। যদিও এখনো দেশে সিনেমার সব দর্শক অনলাইনে ছবি দেখতে অভ্যস্ত হয়ে ওঠে নি। তবে এমন কঠিন পরিস্থিতিতে বিকল্প হিসেবে এই মাধ্যমে ভরসা রাখার সিদ্ধান্ত নিচ্ছেন। সেই ধারাবাহিকতায় শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির হলে মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ এবার নতুন মাধ্যম অ্যাপে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। প্রযোজনা প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাপ সিনেবাজে আসন্ন কোরবানির ঈদে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। যে কেউ অ্যাপসটি ডাউনলোড করে সিনেমাটি দেখতে পাবেন।
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন দীঘি। তার বিপরীতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। সবশেষ দীঘি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিং করেন। এরপর একে ফ্যাশন হাউজের ব্রাইডাল শুটে অংশ নেন। এছাড়া রোজার ঈদে পাঁচ টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে তাকে দেখা গেছে। বর্তমানে দীঘি ব্যস্ত রয়েছেন শরীর চর্চা নিয়ে। প্রতিদিন জিমে ঘণ্টার পর ঘণ্টা সময় দিচ্ছেন। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সবার নজরে আসেন দীঘি। প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লাগে চলতি বছরের মার্চে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ মুক্তির মাধ্যমে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *