আটকে থাকা ছবিগুলোর ভবিষ্যৎ কি?

গেল রোজার ঈদে নতুন ছবি হিসেবে মুক্তি পেয়েছিল কেবলমাত্র মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত ‘সৌভাগ্য’ শিরোনামের ছবিটি। ছবিটি প্রেক্ষাগৃহে ঈদের প্রথমদিন দর্শক টানলেও, পরের দিনগুলো ছিল দর্শকশূন্য। পুরনো যে ছবিগুলো ঈদে প্রদর্শন করা হয়েছে সেগুলোর হালচালও একই রকম। করোনার এমন পরিস্থিতিতে দর্শক টানতে পারেনি হলগুলো। এমন অবস্থায় একদিকে হলগুলোর টিকে থাকা নিয়ে যেমন অনিশ্চয়তা দেখা দিয়েছে তেমনি আটকে থাকা ছবিগুলোর ভবিষ্যত নিয়েও বেড়েছে শঙ্কা। গত বছর করোনার প্রাদুর্ভাবের পর থেকে একেবারে হাতে গোনা কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। এরমধ্যে বেশির ভাগ ছবি মুখ থুবড়ে পড়েছে। হল ছিল দর্শকশূন্য।
সিনেপ্লেক্সে কেবল ভালো চলেছে সিয়াম-পরীমনির ‘বিশ্বসুন্দরী’। এদিকে বেশকিছু বড় বাজেটের ছবি আটকে আছে করোনার কারণে। এই সময়ে এসব ছবি মুক্তির সাহস পাচ্ছেন না পরিচালক-প্রযোজকরা। এই ছবিগুলোর ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। কারণ এখন ছবি মুক্তি দিলে ক্ষতির আশঙ্কা থেকেই যায়। বড় বাজেটের ছবি এই সময়ে মুক্তি দেয়া আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই রকম মনে করছেন কেউ কেউ। এদিকে ছবির শুটিং করা হয় একটি সময়ে একটি অবস্থায়। দীর্ঘদিন পর সেই ছবি মুক্তি দিলে সময় কিংবা অবস্থার সঙ্গে কতটুকু সঙ্গতিপূর্ণ হবে সেই প্রশ্ন থেকেই যায়। বর্তমানে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’, শাকিব খানের ‘অন্তরাত্মা’, আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম-২’, সিয়াম-ফারিয়ার ‘অপারেশন সুন্দরবন’, সিয়াম-পূজার ‘শান’, সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’ ও ‘নদীর বুকে চাঁদ’, ফেরদৌস-পূর্ণিমার ‘গাঙচিল’, রোশানের ‘ওস্তাদ’, শ্রাবন্তী-শান্ত খানের ‘বিক্ষোভ’সহ বেশকিছু ছবি আটকে আছে করোনা পরিস্থিতির কারণে। এসব ছবির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পরিস্থিতিতে তারা ছবি মুক্তি দিতে চাচ্ছেন না। তাই অপেক্ষা করছেন। তবে ছবিগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে শঙ্কিত তারাও।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *