এফসিভি নিয়ে ৫ চীনা কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে টয়োটা

চীনের পাঁচটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির সঙ্গে ৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছে টয়োটা মোটর করপোরেশন। চীনে ফুয়েল সেল বাণিজ্যিক গাড়ি নির্মাণ বৃদ্ধির লক্ষ্যে এ যৌথ উদ্যোগ নেয়া হয়েছে। খবর কিয়োদো।

এই যৌথ উদ্যোগের ৬৫ শতাংশ শেয়ার মালিকানা থাকবে টয়োটার এবং ইউনাইটেড ফুয়েল সেল সিস্টেম ও বেইজিং সিনোহাইটেক কোম্পানির মালিকানা থাকবে ১৫ শতাংশ। এছাড়া চায়না এফএডব্লিউ করপোরেশন, ডংফেং মোটর করপোরেশন, গোয়াংঝু অটোমোবাইল গ্রুপ এবং বেইজিং অটোমোটিভ গ্রুপ—এ চার চীনা কোম্পানির মালিকানায় থাকবে ৫ শতাংশ শেয়ার।

ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো বলছে, তারা সাশ্রয়ী ও প্রতিযোগিতাপূর্ণ ফুয়েল সেল সিস্টেম তৈরিতে একে অন্যকে সহায়তা করবে। টয়োটা মোটর চায়নার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডং চ্যাংঝেং যৌথ উদ্যোগটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এছাড়া টয়োটা মোটর চায়নার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়ু আকিতা উদ্যোগটির সিইওর দায়িত্ব গ্রহণ করবেন। 

যৌথ উদ্যোগটি ৫০ জন কর্মী নিয়ে শুরু হবে এবং ২০২৩ সাল নাগাদ কর্মী সংখ্যা একশর কাছাকাছি থাকবে।

ফুয়েল সেল ভেহিকলকে (এফসিভি) সবচেয়ে সম্ভাবনাময় যানবাহন মনে করা হচ্ছে, যা বিদ্যুতের মাধ্যমে পরিচালিত হবে। হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে একটি রাসায়নিক বিক্রিয়ায় এ বিদ্যুৎ উৎপাদন হবে এবং শুধু পানি নিঃসরণ করবে। কিন্তু কিছুটা ব্যয়বহুল ও হাইড্রোজেন স্টেশনের স্বল্পতার কারণে বাজারে বড় আকারে প্রবেশ করতে পারছে না এফসিভি।

২০১৪ সালে মিরাই কারখানায় প্রথম এফসিভি নির্মাণের পর থেকেই এ হাইড্রোজেন পরিচালিত প্রযুক্তি গ্রহণের জন্য চাপ দিয়ে আসছে। হোন্ডা মোটর কোম্পানি ও ইস্যুজ্যু মোটর গত জানুয়ারিতে জানিয়েছিল যে তারা এফসিভি নিয়ে যৌথ গবেষণা করতে সম্মত হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *