এটা ভীষণ ভালো লাগার ব্যাপার -আঁখি আলমগীর

এ গানের আবেদন সব সময় এক। কখনও পূরোনো হবার নয়। এটা আমাদের অনুভূতি ও আবেগের গান। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে গানটি ৫০ জন শিল্পী গেয়েছি নতুন করে। এটা ভীষণ ভালো লাগার ব্যাপার। – এমনভাবেই কথাগুলো বলছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ও কৌশিক হোসেন তাপসের সংগীতায়োজনে দেশের বরেণ্য ও তরুণ প্রজন্মের ৫০ জন শিল্পী স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে গানটি গেয়েছেন। এরমধ্যে রয়েছে আঁখিও।
এ শিল্পী বলেন, যে গান অনুরণিত হয় বাংলাদেশের প্রাণে প্রাণে, যে সুর প্রবাহিত হয় আমাদের ধমনী-শিরায়- ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। এ গানটি নতুন করে নতুন আয়োজনে গেয়ে অত্যান্ত ভালো লেগেছে। এদিকে আঁখি আলমগীর ব্যস্ত সময় পার করছেন গানে। করোনা প্রাদুর্ভাবের বেশ কয়েক মাস পর স্টেজ শোও শুরু করেন তিনি। তবে এখন করোনা বেড়ে যাওয়ায় আবার নতুন করে ভাবছেন এ গায়িকা। আঁখি বলেন, আমি নিজেও করোনা ভ্যাকসিন নিয়েছি। তবে এরইমধ্যে করোনার প্রকোপও বেড়ে গেছে। তাই সবাইকে আরো সচেতন হতে হবে। মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আমি নিজেও খুব কম শো করছি এখন। সচেতন হয়ে চলাফেরা করছি। একটি বিষয় মনে রাখতে হবে, ভ্যাকসিন আসলেও সচেতনতার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মানতেই হবে আমাদের। নতুন গান কি করা হচ্ছে? আঁখি বলেন, নিজের ইউটিউব চ্যানেলে ‘নিয়ম ভেঙে আবার’ শিরোনামের একটি গান প্রকাশ করেছি। আসলে এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত নতুন গান প্রকাশ করব। এ গানটির মাধ্যমে সেই যাত্রা শুরু হলো। সামনে আরো নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। সিনেমার গান কি করা হচ্ছে? আঁখি বলেন, সরকারি অনুদানের ‘আশীর্বাদ’ ছবিতে গেয়েছি। আরো কয়েকটি সিনেমায় গাওয়ার কথা চলছে। ব্যাটে বলে মিললে হয়তো করবো।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *