এক অংকের প্রবৃদ্ধির সামনে ভারতের স্মার্টফোন বাজার

করোনা মহামারী, চিপ সংকটসহ নানা বিপর্যয় কাটিয়ে চলতি বছর এক অংকের প্রবৃদ্ধির পথে রয়েছে ভারতের স্মার্টফোন বাজার। সম্প্রতি প্রকাশিত ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার প্রতিবেদনের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে।

আইডিসির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজার গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ হ্রাস পেয়েছে। টানা চার মাস প্রবৃদ্ধির মধ্যে থাকলেও তৃতীয় প্রান্তিকে দেশটিতে মাত্র ৪ কোটি ৮০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে। যদিও এ অবনমনের পেছনে প্রধান কারণ হিসেবে যন্ত্রাংশ সংকট এবং গত বছরের তৃতীয় প্রান্তিকে অস্বাভাবিক বাজারকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

চিপ স্বল্পতার মধ্যে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান উৎসব মৌসুমকে সামনে রেখে ডিভাইস মজুদ করেছিল। কিন্তু এরপরও ২০১৯ সালের তুলনায় ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোনের বাজার মাত্র ৩ শতাংশ বেড়েছে।

আইডিসি ইন্ডিয়ার ক্লায়েন্ট ডিভাইসেস অ্যান্ড আইপিডিএস বিভাগের গবেষণা পরিচালক নাভকেন্দার সিং বলেন, ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ভারতের বাজারে ১২ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে। ফলে বছরের প্রথমার্ধে ৪২ শতাংশ বাজার বেড়েছে। সরবরাহজনিত সমস্যার কারণে বছরের শেষ প্রান্তিকে স্মার্টফোন বিক্রি অনেকটা কমে মোট ১৬ কোটি ইউনিটে দাঁড়াবে। ২০২২ সালের প্রথমার্ধ চ্যালেঞ্জিং থাকলেও দ্বিতীয়ার্ধে পুনরুদ্ধারের আশা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, সরবরাহকারী ও বিক্রেতাদের মূল্যবৃদ্ধির কারণে চাহিদা সীমিত থাকলে বিক্রেতা বা চ্যানেলগুলো অতিরিক্ত মজুদ পরিস্থিতির ওপর নজর রাখবে।

প্রতিবেদনে আরো বলা হয়, সামগ্রিকভাবে স্মার্টফোন বিক্রিতে অনলাইন চ্যানেলগুলো ৫২ শতাংশ বৃদ্ধি দেখতে পেয়েছে। বিশেষ করে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো প্রতিষ্ঠানগুলো যখন অনলাইনে বিভিন্ন অফারের প্রচার চালাত, তখন এ প্রবৃদ্ধি বেশি হয়েছে। অন্যদিকে অফলাইন বা রিটেইল শপে বিক্রির হার ১৮ শতাংশ হ্রাস পেয়েছে। আইডিসির আশা ২০২১ সাল শেষে অনলাইন চ্যানেলগুলো অফলাইন বিক্রির রেকর্ড ভঙ্গ করবে।

আইডিসি ইন্ডিয়ার ক্লায়েন্ট ডিভাইস বিভাগের গবেষণা পরিচালক উপাসনা জোশি বলেন, বর্তমানে ফাইভজি প্রযুক্তি বাজারের দিক থেকে ভারত তৃতীয় বৃহত্তম দেশ। করোনা মহামারীর কারণে রিমোট ওয়ার্ক ও শিক্ষা গ্রহণের হার বেড়ে যাওয়ায় দেশটিতে ভালোমানের স্মার্টফোন ব্যবহারের হার বেড়েছে।

তৃতীয় প্রান্তিকে বরাবরের মতো বিক্রির দিক থেকে ভারতে শীর্ষে ছিল চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। তবে বছরওয়ারি হিসেবে প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি ১৭ শতাংশ কমেছে। অন্যদিকে শাওমির সাব-ব্র্যান্ড পোকো অনলাইন চ্যানেলে বিক্রিতে ৬৫ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। পোকো এম৩ ও সি৩-এর পাশাপাশি রেডমি ৯এ/৯পাওয়ার/নোট ১০এস বিক্রি বাড়াতে সাহায্য করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি বিক্রির দিক থেকে সবচেয়ে বেশি ৩৩ শতাংশ হ্রাস দেখতে পেয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভিভো, রিয়েলমি ও অপো। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানগুলো স্মার্টফোন বিক্রিতে যথাক্রমে ১৩ শতাংশ, ৫ শতাংশ ও ১৬ শতাংশ হ্রাস দেখতে পেয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *