ইন্টেলের পরিকল্পনা প্রত্যাখ্যান হোয়াইট হাউজের

নিরাপত্তাজনিত কারণে চীনের কারখানায় চিপ উৎপাদন বাড়াতে প্রযুক্তি জায়ান্ট ইন্টেলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ। এ বিষয়ে অবগতরা জানান, যুক্তরাষ্ট্রে চলমান চিপ সংকট কমানোর একটি উদ্যোগ হিসেবে ইন্টেল এ পরিকল্পনার কথা জানিয়েছিল। খবর ব্লুমবার্গ।

নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে অবগত দুটি সূত্র জানায়, বিশ্বে অন্যতম বৃহৎ চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেল চীনের চেংডুতে স্থাপিত কারখানায় সিলিকন ওয়েফার উৎপাদনের আবেদন জানিয়েছিল। ২০২২ সালের শেষ নাগাদ এ উৎপাদন কার্যক্রম শুরুর কথা ছিল। এটি কার্যকর হলে চলমান চিপ সংকট অনেকটা কমে যেত বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। একই সময় প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে গবেষণা ও উৎপাদন বাড়াতে ফেডারেল সহযোগিতাও চাইছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইন্টেল যুক্তরাষ্ট্র সরকারের কাছে তাদের পরিকল্পনাটি উত্থাপন করে। উত্থাপনের পর পরই বাইডেন প্রশাসনের কর্মকর্তারা দৃঢ়ভাবে পদক্ষেপটি বাস্তবায়নের ঘোর বিরোধিতা করেন বলে সূত্রে জানা যায়।

অপর এক বিবৃতিতে ইন্টেল জানায়, আমাদের উদ্ভাবন ও অর্থনীতির জন্য সেমিকন্ডাক্টরের উচ্চ চাহিদা পূরণে সম্ভাব্য সব সমাধান রাস্তা উন্মুক্ত আছে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, চলমান চিপ সংকট নিরসনে ইন্টেল ও বাইডেন প্রশাসনের আলাদা লক্ষ্যমাত্রা রয়েছে। সমস্যা নিরসনে আমরা যুক্তরাষ্ট্র সরকারের কাছে বেশকিছু পরিকল্পনা উত্থাপন করেছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *