উন্নত মানের গেমিং ল্যাপটপ নিয়ে এসেছে এসার

ভালো গেমিং অভিজ্ঞতা দেয়ার জন্য হাই কনফিগারের একটি ল্যাপটপ প্রয়োজন। নাইট্রো ৫ (২০২১) নামের ওই ধরনের একটি ল্যাপটপটি সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করেছে এসার।

ল্যাপটপটির স্পেসিফিকেশন: এসার নাইট্রো ৫ (২০২১) ল্যাপটপে দেয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচডি ডিসপ্লে, যার স্ক্রিন রেজল্যুশন হবে ১৯২০✕১০৮০ পিক্সেল। এছাড়া এ ল্যাপটপটির ওজন দেয়া হয়েছে মাত্র ২.৩০ কেজি। ওই ল্যাপটপটির ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১৪৪ হার্জ। এ ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই ৫, ১০ জেনারেশন প্রসেসর এবং র‌্যাম হবে ১৬ জিবি। এছাড়া জিপিইউ দেয়া হয়েছে এনভিডিয়া জি ফোরস আরটিএক্স ৩০৬০। এ ল্যাপটপটির হার্ড ডিস্ক দেয়া হয়েছে ২ টিবির। এছাড়া আরো থাকছে ২৫৬ জিবি এসএসডি। এছাড়া এ ল্যাপটপটির দেয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউএসবি টাইপ এ পোর্ট ৩.২। ভিডিও কলের জন্য দেয়া হয়েছে ৭২০ পিক্সেলের অত্যাধুনিক ক্যামেরা। ভালোমানের পারফর্ম করার জন্য দেয়া হয়েছে ডুয়াল ফ্যান। এর জন্য ব্যবহারকারী খুব সুবিধা পাবে। এসার নাইট্রো ৫ (২০২১) ল্যাপটপে দেয়া হয়েছে ৫৭.৫ ডব্লিউএইচআরের ব্যাটারি, যার ব্যাকআপ দেবে ১০ ঘণ্টা পর্যন্ত। ল্যাপটপটি শুধু কালো রঙে পাওয়া যাবে। ভারতের বাজারে এ ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশে এর দাম পড়তে পারে ১ লাখ ৫ হাজার টাকা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *