উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলল মেট্রোরেল

উত্তরা থেকে আ

প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চললো মেট্রোরেল। আজ রোববার বেলা ১১টায় আগারগাঁও স্টেশনে পৌঁছায় ট্রেনটি।

পরীক্ষামূলকভাবে এই রেল চলাচলে কোনো যাত্রী ছিল না। এর আগে মিরপুর-১০ নম্বর পর্যন্ত মোট ৬টি স্টেশনে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করেছে।

জানা গেছে, সকাল ৯টা ৩৯ মিনিটে দিয়াবাড়ি রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে মেট্রোট্রেন। আগারগাঁও স্টেশনে পৌঁছার পর ৪০ মিনিট অবস্থান করে। বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ফের দিয়াবাড়ির উদ্দেশে ছেড়ে যায়।

আগামী বছর ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত উড়াল রেলপথে মেট্রোরেল বাণিজ্যিকভিত্তিতে চলাচল শুরু করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেলের প্রকল্প ২০২৩ সালের ডিসেম্বর শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের কাজ শেষ করে চালু করে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়নে কাজ চলছে।
গারগাঁও পর্যন্ত চলল মেট্রোরেল

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *