ইসরায়েলকে সর্বাত্মকভাবে বর্জনের ডাক দিলো মুসলিম স্কলার ইউনিয়ন

দখল করা ভূমি থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত ইসরায়েলকে গণহারে বর্জনের ডাক দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স।

রোববার ইসলামি ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট আহমেদ এর-রায়সুনি এবং জেনারেল সেক্রেটারি আলি আল-কারাতদাঘির সাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিটি ইউনিয়নের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল রাষ্ট্রকে সর্বাত্মকভাবে বর্জনের আহ্বান জানাচ্ছি আমরা। যারা বর্তমানে আল আকসা মসজিদকে দখল করে রেখেছে। সিরিয়ার গোলান মালভূমি এবং ফিলিস্তিনে আমাদের ভাইবোনদের উপর হামালা চালাচ্ছে; তাদের ভূমি এবং বাড়িঘর ধ্বংস করছে।
হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় এক জনের মৃত্যু ≣ কারাগারে বসেই অ্যাওয়ার্ড পেলেন অ্যাসাঞ্জ ≣ [১] আগামী ৫ বছরে আরও ২০ কোটি ডলার বিনিয়োগ করবে কোকা-কোলা, বললেন কোম্পানির চেয়ারম্যান

বিবৃতিতে আরও বলা হয়, দখলদারি প্রতিহত করা আইনি অধিকার। দখলদারদের বহিষ্কার করা ইসলাম অনুযায়ী নৈতিক দায়িত্ব। যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবনায়ও স্বীকৃতি দেয়া হয়েছে।

দখলদারিত্বকে অস্থায়ী আখ্যা দিয়ে বলা হয়, এ প্রক্রিয়ায় অন্যের অধিকার কখনো দখলদারদের ব্যক্তিগত সম্পদ হতে পারে না। যারা দখলদারদের পণ্য ক্রয় করে বা তাদের পণ্য বাজারজাত করে তারা অপরাধী এবং অন্যায়ের সহযোগী হিসেবে বিবেচিত। তারপরও সকল মুসলমানের প্রতি আমাদের আহ্বান, দখলকরা ভূমি থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত ইসরায়েলকে অর্থনৈতিকভাবে গণহারে বর্জন করুন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *