ইরানের পদক্ষেপে নেই পরিবর্তন : আইএইএ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর প্রধান রাফায়েল মেরিনো গ্রোসি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের পদক্ষেপে কোনো পরিবর্তন আসেনি। সোমবার আইএইএ’র বোর্ড অব গভর্নরসের বৈঠকের স‚চনা বক্তব্যে সংস্থার প্রধান রাফায়েল মেরিনো গ্রোসি একথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, পরমাণু সমঝোতা সম্পর্কিত প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে আজ পর্যন্ত ইরানের কোনো কার্যক্রমে পরিবর্তন আসে নি। গ্রোসি বলেন, গত জানুয়ারি মাসে ইরান আইএইএ-কে জানিয়েছিল যে, ইরানের পরমাণু কর্মস‚চির ক্ষেত্রে এখন আর কোনো সীমাবদ্ধতা থাকবে না। তিনি এও দাবি করেন, চার মাসের বেশি সময় ধরে ইরান তার দুটি স্থাপনায় আইএইএ›র পরিদর্শকদের প্রবেশে অস্বীকৃতি জানিয়ে আসছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পরমাণু সমঝোতা বাস্তবায়নে ব্যর্থতার পরে ইরান ঘোষণা দিয়েছিল যে, এখন থেকে তেহরান সমঝোতার বেশকিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখবে। পার্সটুডে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *