ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু, মদের পার্টিতে অংশ নিতো তারা [২]ডিজে পার্টিতে নাচতো নেহা

বন্ধুর সঙ্গে বেরিয়ে অসুস্থ হয়ে মারা যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই তরুণীর আড্ডার সঙ্গী ফারজানা জামান নেহাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

[৪] বন্ধু-বান্ধবীদের কাছে ডিজে নেহা নামে পরিচিত ছিলো সে। উত্তরার সেই পার্টির আয়োজন করে নেহা ও আরাফাত। মামলার পাঁচ আসামির মধ্যে তিন আসামি মর্তুজা রায়হান চৌধুরী, নুহাদ আলম তাফসির ও নেহা রিমান্ডে এবং সাফায়েত জামিল কারাগারে রয়েছে। এছাড়া আরেক আসামি আরাফাত মারা গেছেন।

[৫] মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, ৫ দিনের রিমান্ড শেষে শনিবার রায়হান ও নুহাদ আলমকে আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আর নেহাকে শুক্রবার ৫ দিনের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
[১] বর্ষা এলেই দুর্গাসাগরসহ ময়মনসিংহের হাওর অঞ্চলের ঝিলে পদ্ম ফুল তাদের সৌন্দর্য মেলে ধরে ≣ আমরা যেন প্রকৃতির প্রতি প্রেমকেও আমাদের এবাদতে রাখি ≣ [১] করোনা: আই ফর ইন্ডিয়া কনসার্টে উঠল ৫২ কোটি রূপি!

[৬] প্রাথমিক ধারণা ওই শিক্ষার্থী ও আরাফাত অতিরিক্ত মদপানে মৃত্যু হয়েছে। এছাড়া মামলার ৫ নম্বর অজ্ঞাত আসামি সাফায়েত জামিল বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৭] সংশ্লিষ্টরা সূত্রে জানা গেছে, নেহা ও তার বন্ধুরা সারা ঢাকায় মদ ও ডিজে পার্টিতে অংশ নিতো। নাচানাচি করে বন্ধুদের আনন্দ দিতো সে। নিহত ওই শিক্ষার্থীর সঙ্গে রায়হানের র্দীঘদিনের সর্ম্পক ছিলো। ওই শিক্ষার্থীর নিয়ে বিভিন্ন পার্টিতে অংশ নিতো রায়হান। ওই শিক্ষার্থীর সঙ্গে রায়হানের শারীরিক সর্ম্পকও ছিলো বলে জানা গেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *