আল জাজিরায় পুলিশ সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপনের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস এসোসিয়েশন

বিবৃতিতে বলা হয়, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। পুলিশের সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি।

[৩] এছাড়া পুলিশের অপেশাদার আচরণ ও মাদকের সঙ্গে যে কোনো ধরণের সংশ্লিষ্টতার ক্ষেত্রে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি প্রদর্শন করে চলছেন। পুলিশের অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতি রোধে কাজ করছেন। পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেলে ফৌজদারী অথবা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

[৪] প্রতিবেদনে জনৈক ব্যক্তি তার বক্তব্যে এয়ারপোর্ট থানার ওসি বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং ডিএমপি কমিশনারের কথা উল্লেখ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী একজন সৎ, সজ্জন এবং আদর্শ রাজনৈতিক ব্যক্তি হিসেবে সর্বমহলে সুপরিচিত। থানায় ওসি পদায়নের ক্ষেত্রে প্রশাসনিক কর্মপদ্ধতি অনুযায়ী তিনি কোনভাবেই সম্পৃক্ত নন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *