ইউটিউবে ভালো গানের ভিউ কম হচ্ছে -কাজী শুভ

জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। গাওয়ার পাশাপাশি সুরকার হিসেবেও সফলতার সঙ্গে কাজ করছেন। বছর জুড়ে স্টেজ শো নিয়েও ব্যস্ত থাকেন এ শিল্পী। তবে কোভিড পরিস্থিতির কারণে স্টেজ শো বন্ধ রয়েছে। তবে কাজী শুভ কন্ঠ দিচ্ছেন নতুন সব গানে। গেলো ঈদেও বেশ কিছু গান প্রকাশ হয়েছে তার। সব মিলিয়ে কেমন আছেন? কাজী শুভ বলেন, ভালো আছি।
সুস্থ আছি। এটাই বড় বিষয়। স্টেজ তো বন্ধ আছে। শিল্পীরা কেমন ক্ষতির মুখে পড়েছেন বলে মনে হচ্ছে? এ গায়ক-সুরকার বলেন, শিল্পীদের মূল জায়গা হলো স্টেজ। স্টেজ শো বন্ধ থাকলে আমরা শিল্পী-মিউজিশিয়ানরা খুব বেশি ক্ষতিগ্রস্থ হই। বিশেষ করে যারা নিয়মিত স্টেজে কাজ করে তাদের অবস্থা ভীষণ খারাপ। আমি যেহেতু গান গাইছি, সুর করছি। তাই টুকটাক করে কাজ চলে যাচ্ছে আমার। তারপরও তুলনামূলক অনেক কম কাজ হচ্ছে। এখন সবাই ভিউয়ের পিছনে দৌড়াচ্ছে। গান, নাটক সব দিকেই নেগেটিভ কিছু করার চিন্তা থাকে। তাই ভালো কাজের সংখ্যা কমে গেছে। ইউটিউব আসলে গানের প্ল্যাটফরমই না। এটা দেখার জায়গা। গানতো দেখার বিষয় না। প্রচারের জন্য হয়তো মিউজিক ভিডিও করা হয়। তবে ইউটিউবে ভালো গানের ভিউ কম হচ্ছে। কিন্তু ভিউয়ের পিছে ছুটে সস্তা কাজ হচ্ছে বেশি। আর মানুষও মেগাবাইট টাকা দিয়ে কিনে নেতিবাচক কনটেন্টেই ক্লিক করে। এটাই বাস্তবতা। এখান থেকে বের হবার উপায় কি? কাজী শুভ বলেন, গানের প্ল্যাটফরম ইউটিউব না আগেই বলেছি। অডিওর চাইতে যদি ভিডিওতে বেশি মনোযোগ দিতে হয় সেখানে ভালো গান কিভাবে হবে! আমাদের গানের আলাদা প্ল্যাটফরম লাগবে। অ্যাপস গুলোকে আরো উন্নত করতে হবে। গানের আরো অ্যাপ আসলে হয়তো সংকট কাটবে। তাছাড়া ভালো গান প্রমোশনের জায়গা কম। চ্যানেলগুলোতে গানের অনুষ্ঠান কম। আমাদের প্রপার গানের চ্যানেল নেই। গানের চ্যানেলে আসলে সেখানে নতুন সব গানের প্রচারণাটাও সম্ভব। আপনার ব্যস্ততা কি নিয়ে এখন? কাজী শুভ বলেন, আমি আকাশচুম্বী চিন্তা করি না। টুকটাক করে কাজ করে যাচ্ছি। এখন কোরবানির ঈদের কাজ করছি বেশি। আবার কিছু গান করে রেখেছি যা করোনার কারণ প্রকাশ হয়নি, সেগুলোও হয়তো কোরবানির ঈদে আসবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *