আরিচাঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে সওজের অভিযান

মানিকগঞ্জে শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল সকাল থেকে দিনব্যাপী মানিকগঞ্জ সড়ক বিভাগের রাস্তার দুই পাশের জমি উদ্ধারে এ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব ও আইন কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকী। এ সময় মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস-উল-হাসান মারুফ, উপবিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস-উল-হাসান মারুফ বলেন, আরিচা লঞ্চঘাট এলাকার ড্রেন নির্মাণ এবং উন্নয়নকাজের স্বার্থে আমাদের এ উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানের আগে দখলকারীদের সতর্কতা নোটিস প্রদান ও মাইকিং করা হয়েছিল। এর পরও যারা স্থাপনা সরিয়ে নেননি তাদের স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে আরিচাঘাট এলাকার অবৈধ ২০টি দোকানপাট, ঘরবাড়ি উচ্ছেদ করা হয়।

তিনি আরো জানান, রাস্তা প্রশস্তকরণ ড্রেন নির্মাণকাজের জন্য সড়কের দুই পাশে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে এর আগে অনেকবার সড়ক ও জনপথের রাস্তা দখলকারীদের উচ্ছেদের নোটিস দিলেও তারা নিজেরা ছেড়ে না দেয়ায় সর্বশেষ এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, পল্লীবিদ্যুৎ এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *