আফগান সেনাপ্রধান বরখাস্ত, নৈরাজ্যের অন্ধকারে ফেলে যাবেন না, বিশ্বনেতাদের কাছে ক্রিকেটার রশিদের চিঠি

আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্তের পর জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। তিনি এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ পেয়েছেন। প্রেসটিভি

[৩] প্রেসিডেন্ট আশরাফ ঘানি মাত্র দু’মাস আগে জেনারেল আহমাদজাইকে সেনাপ্রধান করেছিলেন। তালেবানদের আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ার পর জেনারেল আহমাদজাইকে সরিয়ে দেয়া হলো।

[৪] জেনারেল আহমাদজাইকে সাম্প্রতিক সময়ে যুদ্ধ তীব্রতর হওয়ার পর সেনাপ্রধানকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। কয়েকদিন আগে একাধিক আফগান সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে সরিয়ে দেয়ার আহ্বান জানান।

[৫] এদিকে মাজার ই শরিফ শহরটি তালেবানরা ঘিরে ফেলার পর সেখানে সেনাদের ঐক্যবদ্ধ করতে গিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গত শুক্রবার থেকে ৯টি শহর দখল করেছে তালেবান। প্রেসিডেন্ট আশরাফ গোষ্ঠীপতি আবদুল রশিদ দস্তুম ও আত্তা মুহম্মাদ নূরের কাছে তালেবানদের ঠেকাতে সাহায্য চাইবেন। স্পুটনিক

[৬] নৈরাজ্যের অন্ধকারে ফেলে চলে না যেতে আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান টুইটারে বিশ্ব নেতাদের কাছে আবেদন জানিয়েছেন। আফগান এই লেগ স্পিনার লিখেছেন, প্রিয় বিশ্ব নেতাদের বলছি, আমার দেশ চরম সঙ্কটে রয়েছে। শিশু, মহিলা সমেত হাজার হাজার নিরপরাধ মানুষ প্রতিদিন শহিদ হচ্ছেন, ঘরবাড়ি, সম্পত্তি ভাঙচুর, লুঠপাট হচ্ছে। হাজার হাজার পরিবার উৎখাত হয়েছে। আফগানদের হত্যা, আফগানিস্তানের ধ্বংস হওয়া বন্ধ করুন। আমরা শান্তি চাই।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *