আজ থেকে ভারতের বাজারে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এম১২

আজ থেকে ভারতের বাজারে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এম১২। এন্ট্রি লেবেলের স্মার্টফোনটি বড় আকারের গ্রাহকশ্রেণীকে আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে। গত বছরের মার্চে গ্যালাক্সি এম১১ নিয়ে এসেছিল মোবাইল ফোনের বাজারে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং। ৯ ফেব্রুয়ারি ভারতের বাজারে ছাড়া গ্যালাক্সি এম১২ তুলনামূলক কম দাম হলেও এ ফোনে থাকছে অন্যান্য আধুনিক ফিচার। মিডিয়াটেক চিপসেটের ৩ জিবি/৪ জিবি/৬ জিবি র‌্যাম সমৃদ্ধ এ ফোনে থাকছে ৬০০০ এমএএইচের ব্যাটারির সুবিধাও। থাকছে ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। এইচডি প্লাস ডিসপ্লের সঙ্গে সঙ্গে থাকছে এক্সিনোস প্রসেসর। স্টোরেজ সুবিধাতেও তিনটি অপশন থাকছে-৩২ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ব্যবহারকারীরা এর স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়াতে পারবে। অ্যাট্রাক্টিভ ব্ল্যাক, এলিগেন্ট ব্লু ও ট্রেন্ডি এমারেল্ডে তিন রঙে মিলবে ফোনটি। পেছনের কোয়াড ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর, ৫এমপি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ২এমপি ডেপথ ও ২ এমপি ম্যাক্রো ক্যামেরা। সামনের ক্যামেরায় থাকছে ৮ এমপি সেলফি শুটার। ফোনটির দাম শুরু হতে পারে ১০ হাজার ৪৯৯ রুপি থেকে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *