আজহারের অপরাজিত সেঞ্চুরিতেও ফলোঅনে পাকিস্তান

প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেটের আরো কাছে পৌঁছে গেলেন জেমস অ্যান্ডারসন। ক্যারিয়ারের ২৯তম বার পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানকে গুটিয়ে দিলেন ২৭৩ রানে। অধিনায়ক আজহার আলীর অপরাজিত ১৪১ রানের লড়াকু ইনিংসের পরও ফলোঅন এড়াতে ব্যর্থ পাকিস্তান। স্বাগতিকরা এগিয়ে ৩১০ রানে। ফলোফনে পড়ায় চতুর্থ দিন আবারো ব্যাটিংয়ে নামবে সফরকারীরা।

সাউদাম্পটনের রোজ বোলে ৩ উইকেটে ২৪ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান শুরুতেই হারায় আসাদ শফিকের (৫ রান) উইকেট। ফাওয়াদ আলমও (২১ রান) খেলতে পারলেন না বড় ইনিংস। তবে ৭৪ বল খেলে অধিনায়ককে ভালই সঙ্গ দিয়েছেন।

এরপর দারুণ দৃঢ়তা দেখান অধিনায়ক আজহার আলী ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। শতরানের জুটি গড়েন তারা।
তার আগেই টেস্ট ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে নেন আজহার। ক্রিস ওকসের বলে ৫৩ রান করে রিজওয়ান ফিরলে ভাঙে ১৩৮ রানের জুটি। ইয়াসির শাহ (২০ রান) বাদে দুই অঙ্কে পৌঁছাতে পারেননি লোয়ার অর্ডারের কোন ব্যাটসম্যান। অধিনায়ক আজহার আলীর অপরাজিত ১৪১ রানের ইনিংসটি সাজানো ২১ বাউন্ডারিতে।

৫৬ রানে ৫ উইকেট শিকার অ্যান্ডারসনের। আর দুই উইকেট পেলেই গড়বেন ৬০০ উইকেট শিকারের রেকর্ড।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *