আওয়ামী লীগ আজ আস্থার ঠিকানা, প্রত্যাশার বাতিঘর: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ আজ মানুষের আস্থার ঠিকানা, প্রত্যাশার বাতিঘরে রূপ নিয়েছে। অর্জন করেছে মানুষের ভালোবাসা। শেখ হাসিনার নেতৃত্বে বারবার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব গ্রহণ তারই নজির।’

তিনি বলেন, ‘গত ৭ দশক ধরে আওয়ামী লীগ সংকটে মানুষের পাশে থেকে এ আস্থা অর্জন করছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোনও সংকটে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য।’

মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষ তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অতীতের যে কোনও সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এখন অধিকতর সংগঠিত, শক্তিশালী। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা নিবেদিত প্রাণ, সজাগ এবং দলের ইশতেহার বাস্তবায়নে দলের সুশৃঙ্খল কর্মীরা প্রতিশ্রুতিশীল, ঐক্যবদ্ধ।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ধারণ করে মুজিবাদর্শে আওয়ামী লীগের প্রতিটি সৈনিক দেশ ও জাতির কল্যাণে শেখ হাসিনার নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। জাতির পিতার জন্মশতবর্ষে এবং স্বাধীনতার ৫০ বছরে বিশ্ব দরবারে পরিচিত ও সমৃদ্ধ জাতি হিসেবে এবং পূর্বপুরুষের রক্তের ঋণ শোধ করতে হবে সম্মিলিত সৃজনশীল কাজের মধ্য দিয়ে। মাতৃভূমিকে আগামী প্রজন্মের উপযোগী করে গড়ে তোলার মাধ্যমে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই হবে আমাদের অঙ্গীকার। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নই আজ বাস্তবায়িত করে যাচ্ছেন তাঁরই সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা নিছক কোনও প্রধানমন্ত্রী নন, তাঁর লক্ষ্য পরবর্তী নির্বাচন নয়, তাঁর ভাবনায় শুধুই পরবর্তী প্রজন্ম।’

সেতুমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের রাজনৈতিক মুক্তির দিশারী। তিনি এনে দিয়েছেন মুক্ত প্রভাত, কাঙ্ক্ষিত স্বাধীনতা। তিনি আমাদের মুক্তির রোল মডেল। আর শেখ হাসিনা আমাদের মাথা তুলে দাঁড়ানোর প্রেরণা যুগিয়েছেন। অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন।’

তিনি বলেন, ‘ইতিহাসের উন্মুক্ত পাঠশালা থেকে আমরা শিক্ষা নিয়েছি। এদেশের মাটি ও মানুষের ভালোবাসা আওয়ামী লীগের প্রাণশক্তি। ৭০-এর দশকের প্রতিটি অর্জনের সাথে ছিল আওয়ামী লীগ। এ দলের ত্যাগী নিষ্ঠাবান নেতৃত্বে, নিবেদিতপ্রাণ কর্মী বাহিনীর সাথে রয়েছে মানুষের ভালোবাসা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ইতিহাসের বহু চড়াই-উৎরাই পেরিয়ে, সংকট মাড়িয়ে প্রবল প্রাণশক্তি ও জীবনঘনিষ্ঠ কর্মসূচি নিয়ে জনতার মণিকোঠায় স্থান করে নেয় আওয়ামী লীগ।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *