অ্যাটর্নি জেনারেলের ফুসফুস কাজ করছে না, দোয়া করবেন: আইনমন্ত্রী

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে থাকা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানিয়েছেন,অ্যাটর্নি জেনারেলের ফুসফুস কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শঙ্কামুক্ত নন তিনি। তার জন্য দোয়াও চেয়েছেন তিনি।

অ্যাটর্নি জেনারেলের পারিবারিক সূত্রে জানা গেছে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সঙ্কটাপন্ন। সোমবার সকাল থেকে তার ফুসফুস কাজ করছে না।

যদিও আগের দিন অ্যাটর্নি জেনারেলের স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের বলেছিলেন, নমুনা পরীক্ষায় তার রিপোর্ট করোনাভাইরাস নেগেটিভ এসেছে।

জ্বর ও গলাব্যথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। ১৯ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *