অর্পিতার বাসা থেকে আরও অর্থ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জির বাড়ি থেকে আরো অর্থ উদ্ধার করা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, একটি শেলফে পাওয়া গেছে এসব অর্থ। আনন্দবাজার

ঠিক কী পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে, তা এখনো জানা যায়নি। উদ্ধার করা ওই সব কাগুজে নোট গোনার জন্য মেশিন আনা হচ্ছে। বর্তমান

সূত্র বলেছে, আজ অভিযান চালিয়ে আরও কিছু নথি পেয়েছে তারা। এর আগে একটি ডায়েরি পেয়েছিলো কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই ডায়েরির সূত্র ধরে তদন্ত আগায় ইডি। সে সময় ইডি বলেছিলো, তারা বেশ কিছু চুক্তিপত্র পেয়েছে। এগুলোর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জড়িত। কলকাতা ২৪

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বুধবার দুপুরে কলকাতার বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনে যান দেশটির কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তারা। বিকেল নাগাদ ওই অর্থের সন্ধান পাওয়া যায়।

এর আগে গত শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা ও গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। এরপর জানা যায়, বেলঘরিয়াতেও ফ্ল্যাট রয়েছে পার্থ-ঘনিষ্ঠের। আজ সেখানে অভিযান চালায় ইডি।

শুক্রবার অর্থ উদ্ধারের পর অর্পিতা বলেছিলেন, তিনি, পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠজনেরা ওই অর্থের খোঁজ জানতেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *