অবসকিউরের তিন যুগ

বাংলাদেশের পুরনো ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম একটি ‘অবসকিউর’। ১৯৮৫ সালে টিপুর হাত ধরে ব্যান্ডটির যাত্রা হয়েছিল। শুরুতেই সারা দেশে বেশকিছু গান দিয়ে দলটি আলোড়ন সৃষ্টি করেছিল। ভোকালিস্ট হিসেবে টিপু একক অ্যালবাম ‘একাকী একজন’ (১৯৯০), ‘ভবের পাগল’ (১৯৯২), ‘রঙধনু হতে চাই’ (২০০৭) এবং সর্বশেষ রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘সকলই ফুরালো’ (২০০৮) প্রকাশ করেছেন। কিন্তু ‘অবসকিউর’-কে ছেড়ে একাকী ক্যারিয়ার গড়ার চিন্তা তার ছিল না।

এ প্রসঙ্গে টিপু বণিক বার্তাকে বলেন, ‘আমার স্বপ্নই ছিল ব্যান্ডটিকে প্রতিষ্ঠিত করা। যে কারণে যখন নিজের একক অ্যালবামগুলো প্রকাশ করছিলাম, তখন নিজেরই মনের ভেতর এমন বোধোদয় হলো যে এভাবে চলাটা আসলে আমার ব্যান্ডের জন্য ক্ষতিকর। সরে দাঁড়ালাম নিজেকে এককভাবে প্রতিষ্ঠার ভাবনা থেকে।’ ১৯৮৫ সালে সারগাম থেকে প্রকাশিত অবসকিউরের প্রথম অ্যালবাম ছিল ‘অবসকিউর ভলিউম ওয়ান’। এ অ্যালবামের ‘মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়’, ‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’, ‘কলিকালের ভণ্ড বাবা’সহ আরো বেশকিছু গান শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রথম অ্যালবাম দিয়েই ‘অবসকিউর’ ব্যান্ড হিসেবে সংগীতাঙ্গনে প্রতিষ্ঠা পেয়ে যায়। এরপর বিভিন্ন সময়ে ‘অবসকিউর ভলিউম টু’, ‘স্বপ্নচারিণী’, ‘ফেরাতে তোমায়’, ‘অপেক্ষায় থেকো’, ‘ইচ্ছের ডাকাডাকি’, ‘ফেরা’, ‘অবসকিউর ও বাংলাদেশ’, ‘টিটোর স্বাধীনতা’সহ আরো বেশকিছু অ্যালবাম ও গান প্রকাশিত হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *