অপেক্ষায় এলিনা শাম্মী

এরইমধ্যে উপস্থাপনা, নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপনসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত কাজে দেখা গেছে অভিনেত্রী এলিনা শাম্মীকে। তবে করোনা পরিস্থিতির কারণে গত আড়াই মাসেরও বেশি সময় ধরে বাসাতেই থাকছেন তিনি। লকডাউনের আগে শেষ একটি নাটকে অভিনয় করেছিলেন। ফজলুল সেলিমের পরিচালনায় ‘চার কপি একশ’ নামের সেই নাটকটি আরটিভিতে ঈদে প্রচার হয়েছে। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি এলিনা। এদিকে তার অভিনীত ‘গন্তব্য’ চলচ্চিত্রটি ২৭শে মার্চ মুক্তির কথা ছিলো। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটি আর হয়নি। এলিনা শাম্মী বলেন, সত্যি বলতে আমি এমনিতেই বাসায় থাকতে পছন্দ করি।

বাসায় এখন লিখছি ও পড়ছি। গান শুনি। রান্না করি। মাঝেমধ্যেই ছবি আঁকি। আর সিনেমা দেখি। এরমধ্যে শুটিং করার সুযোগ এসেছিলো, কিন্তু বলেছি আরো পরে। কারণ এখন শুটিং করাটা নিরাপদ মনে করছি না। চারটি ধারাবাহিকও প্রচার চলছিলো আমার। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষায় আছি। স্বাভাবিক হলে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। এদিকে আসছে বইমেলার জন্য এখন একটি উপন্যাসও লিখছেন এলিনা। নাম রেখেছেন ‘নিম ফুলের ঝুমকা’। এই উপন্যাস নিয়েও এখন চলছে তার ব্যস্ততা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *