সাবমেরিনের কেবল মেরামত সম্পন্ন, গতি ফিরেছে ইন্টারনেটে

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) লাইন মেরামত সম্পন্ন হয়েছে। এতে বিঘ্নিত হওয়া ইন্টারনেট সেবা প্রায় ১৩ ঘণ্টা পরে স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, ‘অবশেষে আজ রাত ১২টা ৩৫ মিনিটে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এর সংযোগ পুনঃস্থাপন সম্পন্ন করেছে বিএসসিসিএল ইঞ্জিনিয়াররা।’

গতকাল রোববার বেলা ১১টার দিকে পটুয়াখালীতে স্থানীয় লোকজন বালু তুলতে এক্সকাভেটর দিয়ে বালু তুলতে গিয়ে সাবমেরিন কেবলের পাওয়ার সাপ্লাই ক্যাবল ক্ষতিগ্রস্ত করেন। লাইন মেরামতে কাজ শুরু করে বিএসসিসিএল। তবে ত্রুটিপূর্ণ আবহাওয়ায় মেরামত কাজও বিঘ্নিত হয়। এতে সারাদিনই সারাদেশেই ইন্টারনেটের গতি কমে আসে।

গতকাল ঘটনার পর দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম জানান, দ্বিতীয় সাবমেরিনের পাওয়ার ক্যাবল কাটা পড়ার ফলে যথেষ্ট ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে না। সাবমেরিন ক্যাবল-১ ও আইটিসি দিয়েই কাজ চালানো হচ্ছে। একারণেই ইন্টারনেটের গতি কমেছে।

দেশে বর্তমানে ১.৭৫ টিবিপিএস (টেরাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ ব্যবহার হয়। এর অর্ধেকেরও বেশি আসে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে। এর পাওয়ার ক্যাবল কাটা পড়ায় মোট ৪০-৫০ শতাংশ গতি কমে যায় বলেও জানিয়েছিলেন আমিনুল হাকিম।

পরে গতকাল দিবাগত রাতে সাড়ে ১২টার পর থেকে ইন্টারনেটে স্বাভাবিক গতি ফিরে আসে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *