২০ বছর পর কারামুক্ত জাপান রেড আর্মির সহ-প্রতিষ্ঠাতা

সুমাইয়া মিতু: ১৯৭৪ সালে ফরাসি দূতাবাস অবরুদ্ধ করার অভিযোগে জাপানের সশস্ত্র গোষ্ঠী রেড আর্মির সহ-প্রতিষ্ঠাতা ফুসাকো শিজেনেবুকে সাজা দেওয়া হয়। তবে তাকে সে সময় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কয়েক দশক ধরে আত্মগোপনে ছিলেন ৭৬ বছরের ফুসাকো শিজেনেবু। পরবর্তীতে ২০০০ সালে তাকে জাপানের ওসাকা শহর থেকে গ্রেপ্তার করা হয়। বিবিসি

সশস্ত্র গোষ্ঠী রেড আর্মি একসময়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক বিপ্লবকে উসকে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। গোষ্ঠীটি বেশ কিছু জিম্মি, অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটানোর পাশপাশি ইসরায়েলের একটি বিমানবন্দরে হামলাও চালিয়েছিল।

১৯৭৪ সালে নেদারল্যান্ডসের হেগে ফরাসি দূতাবাসে হামলার দায়ে কারাদণ্ড হয় শিজেনেবুর। রেড আর্মির তিন সশস্ত্র যোদ্ধা ১০০ ঘণ্টা ফ্রান্সের রাষ্ট্রদূত ও আরও কয়েকজনকে জিম্মি করে রেখেছিলেন। ফ্রান্স রেড আর্মির এক সদস্যকে মুক্ত করে দেওয়ার পর গোষ্ঠীটি জিম্মিদের মুক্ত করে সিরিয়ায় চলে যায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *