২০৩৫ সালে বাংলাদেশ বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে

রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বুধবার সকালে ‘বণিক বার্তার দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২১’ এ মূল প্রবন্ধ উপস্থাপনায় একথা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

[৩] বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বর্তমানে বিশ্বের শীর্ষ ৪১তম বড় অর্থনীতির দেশের মধ্য বাংলাদেশও রয়েছে। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে আগামী ২০৩৫ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ।

[৪] গভর্নর ফজলে কবির বলেন, সামনের দিনগুলোতে আমাদের অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় ব্যাংক। করোনার কারণে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে করোনায় বিশ্বের অন্যসব দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি তেমন একটা বিপর্যস্ত হয়ে পড়েনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *