২০৩০ সালের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইটগুলিকে জীবাশ্ম জ্বালানীমুক্ত করার ঘোষণা ডেনমার্কের

নববর্ষের ভাষণে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, তিনি উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে চান। তবে কীভাবে এই লক্ষ্য বাস্তবায়িত হবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে এটি বাস্তবায়ন হলে ১৯৯০-এর তুলনায় ২০৩০ সালে প্রায় ৭০ শতাংশ কার্বন নিঃসরণ বন্ধ হবে। বিবিসি

[৩] অভ্যন্তরীণ ফ্লাইটগুলিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিহার কঠিন হবে, তবে গবেষকরা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি এর সমাধান নিয়ে কাজ করছে। ইউরোপীয় উড়োজাহাজ কোম্পানি এয়ারবাস হাইড্রোজেন-জ্বালানিযুক্ত বিমান তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে যা ২০৩৫ সাল নাগাদ চালু হতে পারে। যদি তা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়, তবে এটি ডেনমার্কের লক্ষ্যে পৌঁছানোর একটি উপায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *