২০২৫ সালের মধ্যে ১৫ কোটি গ্রাহক পাবে এইচবিও ম্যাক্স

২০২৫ সালের মধ্যে গ্রাহক সংখ্যা ১২ কোটি থেকে ১৫ কোটিতে দাঁড়াবে টেলিভিশন নেটওয়ার্ক এইচবিওর স্ট্রিমিং প্লাটফর্ম এইচবিও ম্যাক্সের। সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে আমেরিকান টেলিকম অ্যান্ড টেলিগ্রাম (এটিঅ্যান্ডটি)। সাবস্ক্রাইবার বৃদ্ধির এ প্রক্রিয়া কোম্পানিটির ভবিষ্যৎ নির্ধারণ করবে বলেও আশা করে এটিঅ্যান্ডটি। খবর ব্লুমবার্গ।

২০১৯ সালের অক্টোবরে ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে স্ট্রিমিং প্লাটফর্মটির পাঁচ কোটি সাবস্ক্রাইবার পূরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল। ২০২০ সালের মে মাসে স্ট্রিমিং প্লাটফর্ম ‘এইচবিও ম্যাক্স’ যাত্রা করার সময় এইচবিওর মোট সাবস্ক্রাইবার ছিল ৩ কোটি ৩০ লাখ।

২০১৮ সালে এটিঅ্যান্ডটি ৮ হাজার ৫০০ কোটি ডলারের বিনিময়ে ওয়ার্নার মিডিয়া ও এইচবিও ব্র্যান্ড কিনে নেয়। এটিঅ্যান্ডটি তখন সাবস্ক্রাইবার সংখ্যার দিক দিয়ে নেটফ্লিক্সকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নেয়। বর্তমানে স্ট্রিমিং প্লাটফর্মটির ৩ কোটি ৭৭ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপী নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২০ কোটি ৪০ লাখ।

এটিঅ্যান্ডটির প্রত্যাশা, চলতি বছরের শেষে বিশ্বব্যাপী এইচবিও ম্যাক্সের সাবস্ক্রাইবার ৬ কোটি ৭০ লাখ থেকে সাত কোটিতে পৌঁছবে। এর আগে ২০২৫ সালের মধ্যে বিশ্বব্যাপী সাড়ে সাত কোটি থেকে নয় কোটি সাবস্ক্রাইবার আশা করেছিল এটিঅ্যান্ডটি।

ওয়ার্নার মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেসন কিলার বলেন, আমরা আশা করছি আগামী পাঁচ বছরে আয় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাবে।

তবে এইচবিও ম্যাক্সের বর্তমান প্রতিদ্বন্দ্বী হলো টিভি চ্যানেল এইচবিও। দুটি সেবার মূল্যই সমান হওয়ার ফলে গ্রাহকদের কাছে এইচবিও ম্যাক্সকে জনপ্রিয় করে তোলাই এটিঅ্যান্ডটির মূল চ্যালেঞ্জ।

বর্তমানে এইচবিও চ্যানেল ও এইচবিও ম্যাক্সের মোট ৪ কোটি ১০ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এর মধ্যে ১ কোটি ৭২ লাখ গ্রাহক এইচবিও ম্যাক্স ব্যবহার করেন।

জেসন কিলার জানান, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাইরে আরো ৬০টি দেশে নিজেদের সেবা প্রসারিত করার কথা চিন্তা করছে এইচবিও ম্যাক্স। তিনি আরো জানান, জুনে গ্রাহকদের সুবিধার্থে স্বল্প মূল্যের আরেকটি ভার্সন আনার পরিকল্পনা করছে এইচবিও ম্যাক্স। এ ভার্সনে কনটেন্টের সঙ্গে বিজ্ঞাপন অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *