[১] সরকারি কলেজগুলোতে নিয়োগ হবে সাড়ে ১২ হাজার শিক্ষক

আমলাতান্ত্রিক জটিলতায় সরকারি কলেজে সাড়ে ১২ হাজারের বেশি শিক্ষকের পদ সৃষ্টির বিষয়টি আটকে আছে বলে জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নব নির্বাচিত সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে পদ সৃষ্টির যাচাই-বাছাই কাজ শেষ হয়েছে ।

[৩] মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মতবিনিময়কালে তিনি একথা জানান। বর্তমানে তিনি মাউশির কলেজ ও প্রশাসনের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

[৪] অধ্যাপক শাহেদুল খবির বলেন, উচ্চশিক্ষায় মানসম্মত শিক্ষার বিস্তারে পদগুলোর অনুমোদন দেওয়া জরুরি। আমলাতান্ত্রিক জড়িলতায় বিলম্ব হওয়ায় শিক্ষাখাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

[৫] শিক্ষা সচিবসহ শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে শিক্ষকদেরই রাখা উচিত জানিয়ে তিনি বলেন, শিক্ষা ক্যাডারদের ব্যাচভিত্তিক প্রমোশন, প্রয়োজনীয় নতুন পদ সৃষ্টিসহ ক্যাডারদের পেশাগত উৎকর্ষ সাধনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি অগ্রণী ভূমিকা রাখবে।

[৬] মতবিনিময়কালে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ইরাব) সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, বিইআরএফ এর সাধারণ সম্পাদক এসএম আব্বাস, দেশ রুপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *