১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসছে রিয়েলমি

শিগগিরই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাসহ একটি স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি। ভারতের বাজারে আগামী ২৪ মার্চ রিয়েলমি ৮ সিরিজের এ ফোনটি লঞ্চ করার কথা রয়েছে। রিয়েলমি ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে সম্প্রতি একটি ২ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের সিইও মাধব শেঠকে একজন পেশাদার রেস ড্রাইভারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে। ভিডিওটির একদম শেষে জানানো হয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ডিভাইসটি লঞ্চের অনুষ্ঠানটি আগামী ২৪ মার্চ লাইভ হবে। এরই মধ্যে জানা গেছে এ সিরিজে দুটি ফোন থাকবে রিয়েলমি ৮ ও রিয়েলমি ৮ প্রো। এর মধ্যে প্রো মডেলটি ফাইভজি কানেক্টিভিটি সাপোর্ট ও ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরাসহ আসবে। আর রিয়েলমি ৮ ফোনে থাকবে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ও ৬৪ মেগাপিক্সেল এআই কোয়াড রিয়ার ক্যামেরা। রিয়েলমি ৮ প্রো ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর থাকতে পারে। ফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এমোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইনফিনিট ব্ল্যাক, ইনফিনিট ব্লু ও ইলিউমিনিটি ইয়েলো এ তিন কালারে ফোনটিতে পাওয়া যাবে।

এ সিরিজের বেস মডেল অর্থাৎ রিয়েলমি ৮ ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজসহ বাজারে আসতে পারে। এ ফোনে থাকতে পারে ৬ দশমিক ৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। সাইবার সিলভার ও সাইবার ব্ল্যাক কালারে ফোনটি পাওয়া যাবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *