হোয়াটসঅ্যাপে বড় ধরনের পরিবর্তন

গ্রুপ চ্যাটে বড় ধরনের পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। একসঙ্গে ৫১২ জন মেম্বার যোগ করতে পারবেন এই মেসেজিং অ্যাপে।

এই গ্রুপ চ্যাটে শুধু যে টেক্সট মেসেজ পাঠাতে পারবেন, এমনটিই নয়। ছবি, ভিডিও থেকে শুরু করে যেকোনো ডকুমেন্ট শেয়ার করা সম্ভব। টেকভিত্তিক সাইট ওয়াবেটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস দু’টি ভার্সনেই গ্রুপ চ্যাটের নতুন আপডেট যুক্ত করা হবে।

এতে একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ৫১২ জনকে যোগ করা হয়েছে। এই ফিচার পাওয়ার জন্য অতিরিক্ত কোনও সেটিংস অন করতে হচ্ছে না।

বিটা ভার্সন ব্যবহারকারীরা খুব সহজেই ফিচারটি ব্যবহার করতে পারবেন। এজন্য বিটা ভার্সনটি ওপেন করে একটি গ্রুপ তৈরি করতে হবে। তখন একে ১/৫১২ লেখা থাকবে। যদি ওই লেখাটি না দেখতে পান তাহলে আপনাকে ওই ফিচারের জন্য অপেক্ষা করতে হবে। এছাড়াও আরও কয়েকটি আপডেট নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। ঢাকা পোস্ট

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *