হেলাল আহমেদ চৌধুরী ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক

সম্প্রতি ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন হেলাল আহমেদ চৌধুরী। ব্যাংকিং সেক্টরে প্রায় সাড়ে চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন স্বনামধন্য এ ব্যাংকিং ব্যক্তিত্ব ১৯৭৭ সালে সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পূবালী ব্যাংকে গ্রেড-১ কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত একই ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন, যা দেশের ব্যাংকিং সেক্টরে একটি অনন্যদৃষ্টান্ত। তার গতিশীল নেতৃত্বে সরকারি ব্যাংক থেকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হওয়ার একটি রোল মডেল হয়ে ওঠে পূবালী ব্যাংক এবং ২০০৯ সালে প্রতিষ্ঠানটি ডিএইচএল ও ডেইলি স্টার কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ ‘বেস্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন’ পুরস্কার অর্জন করে।

হেলাল আহমেদ চৌধুরী একজন এমএ ডিগ্রিধারী এবং ইনস্টিস্টিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) একজন ‘ডিপ্লোম্যাড অ্যাসোসিয়েট’। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ইউসি বার্কলে, কলম্বিয়া ইউনিভার্সিটিসহ দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সে অংশগ্রহণ করেছেন। তিনি ইসলামী ব্যাংক লিমিটেডের একজন স্বতন্ত্র পরিচালক ছিলেন এবং ব্যাংকের অডিট ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *