হবিগঞ্জে একদিনে ছাত্রদলের ১৯ কমিটি অনুমোদন

জেলা ছাত্রদলের সভাপতি মো. এমদাদুল হক এমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাতে কমিটিগুলোর অনুমোদন দেন। তারা আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে।

হবিগঞ্জে ছাত্রদলের মোট ইউনিট ২৬টি। এর মাঝে একদিনেই ১৯টি অনুমোদন দেয়া হল। বাকি ৭টি কমিটি শিগগিরই অনুমোদন হবে বলে জানান জেলা ছাত্রদল সভাপতি।

একদিনে অনুমোদন দেওয়া কমিটিগুলো হল- বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর, শায়েস্তাগঞ্জ উপজেলা, শায়েস্তাগঞ্জ পৌর, লাখাই মুক্তিযোদ্ধা কলেজ, বানিয়াচং উপজেলা, বানিয়াচং সরকারি জনাব আলী ডিগ্রী কলেজ, আজমিরীগঞ্জ উপজেলা, আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজ, বাহুবল উপজেলা, মিরপুর আলিফ সোবহান সরকারি কলেজ, নবীগঞ্জ পৌর, নবীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ, চুনারুঘাট পৌর, চুনারুঘাট সরকারি কলেজ, মাধবপুর উপজেলা, মাধবপুর পৌর ও মনতলা শাহজালাল সরকারি কলেজ শাখা।

জেলা ছাত্র দলের সভাপতি মো. এমদাদুল হক এমরান বাংলানিউজকে বলেন, সর্বোচ্চ ১৫ বছর ধরে সংগঠনের কোনো কোনো ইউনিটের নেতৃবৃন্দ দায়িত্ব পালন করছেন। নেতাকর্মীদের মাঝে গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে গত প্রায় ৬ মাসে নতুন কমিটিগুলো তৈরী হয়েছে। কেন্দ্রের নির্দেশ মোতাবেক ১৯টি ইউনিটের কমিটি ঘোষণা করা হল। বাকি রয়েছে আরও সাতটি। শিগগিরই সেগুলোও ঘোষণা করা হবে বলেও জানান এমরান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *