স্পেনের হার, জার্মানির হোঁচট

উয়েফা নেশন্স লীগে মঙ্গলবার রাতটা ভালো কাটেনি স্পেন ও জার্মানির। ‘এ’ লীগের ৪ নম্বর গ্রুপে ইউক্রেনের মাঠে ১-০ গোলে হেরে গেছে স্পেন। আর ঘরের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করেছে জার্মানি।
গত বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ইউক্রেন। এরপর নেশন্স লীগে জার্মানির কাছে ২-১ গোলের হার। কিন্তু ঘরের মাঠে স্পেনকে চমকেই দিলো তারা। ৭ বারের দেখায় স্পেনের বিপক্ষে এটি ইউক্রেনের প্রথম জয়। দলের হয়ে ৭৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন ভিক্টর তিশানকভ।
৪ নম্বর গ্রুপের অপর ম্যাচে জার্মানিকে দুঃস্বপ্ন উপহার দিতে যাচ্ছিল সুইজারল্যান্ড। মারিও গাভরানোভিচ ও রেমো ফ্রুইলারের গোলে ২৬ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
তবে এরপর দুই চেলসি তারকা টিমো ভারনার ও কাই হাভার্টজের কল্যাণে ম্যাচে ফিরে জার্মানি।

২৮তম মিনিটে ব্যবধান কমান ভারনার। ৫৫তম মিনেটে সমতা আনেন হাভার্টজ। তবে গাভরানোভিচের দ্বিতীয় গোলে পরের মিনিটে ফের লিড নেয় সুইজারল্যান্ড। ৬০তম মিনিটে বায়ার্ন তারকা সার্জ নাব্রির গোলে স্কোর হয়ে যায় ৩-৩। শেষ দিকে লাল কার্ড দেখেন সুইজারল্যান্ডের ফাবিয়ান স্কার।
নেশন্স লীগে ৪ ম্যাচে মাত্র একটিতে জিতেছে জার্মানি। বাকি তিনটি ড্র। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জার্মানির চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে ইউক্রেন। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *