স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের মদদদাতা এমপিদের কপাল পুড়বে

সম্প্রতি তৃতীয় দফা পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। সামনে চতুর্থ ও পঞ্চম দফায় নির্বাচন। এ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিদ্রোহী প্রাথীদের আস্কারা দিয়েছেন বা ভবিষ্যতে দেবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে দলের হাইকমান্ড।

[৩] শীর্ষ নেতারা জানান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পৌরসভা নির্বাচনে যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের তালিকা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ৮টি টিম সারা দেশে বিদ্রোহীদের মদতদাতাদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন। ইতোমধ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাও যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে। অপরাধ প্রমাণ হলে শাস্তি, দলের পদ থেকে সরিয়ে দেয়া হবে। তবে দলের প্রাথমিক সদস্যপদ থাকবে।

[৪] আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য বলেন, গত ৩০ জানুয়ারি গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় শেখ হাসিনা বলেন, বিদ্রোহী ও তাদের মদদদাতাদের ভবিষ্যতে আর কোনো নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না।
পর্দার আড়ালে কিছু হচ্ছে? ≣ রাজধানীর ৭ ল্যাবে করোনার নমুনা সংগ্রহ হচ্ছে না ≣ [১] বেফাকের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আল্লামা মাহমুদুল হাসান

[৫] আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক সদস্য বলেন, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকায় জেলা আওয়ামী লীগের চার শীর্ষ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরও বেশ কয়েকজনকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া চলছে।

[৬] প্রথম ও দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে হেরেছেন নৌকার ৯ প্রার্থী। তৃতীয় ধাপে দেশে ৬২টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ জয় পেয়েছে ৪৫টিতে। এরমধ্যে ১৩টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *