সৌরভকে আইসিসি চেয়ারম্যান পদে দেখতে চায় লঙ্কান বোর্ড

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী চেয়ারম্যান হিসেবে সৌরভ গাঙ্গুলীকে দেখতে চায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। বোর্ডের এক উর্ধ্বতন কর্তা সংবাদমাধ্যম ডেইলি নিউজকে জানিয়েছেন সৌরভকে সর্মথন দেয়ার কথা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর বর্তমানে আইসিসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। তবে জুলাইয়ে গদি ছাড়বেন বলে নিশ্চিত করেছেন তিনি। তার উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছে বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলীর নাম। মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানির প্রতিদ্বন্দ্বিতার কথা মিডিয়াতে এসেছিল। তবে মানি নিজেই জানিয়েছেন, আইসিসিরি চেয়ারম্যান পদে লড়ছেন না। এর আগে লঙ্কান বোর্ড কুমার সাঙ্গাকারার কথা বলেছিল।

তবে সাঙ্গাকারাও সরাসরি বলে দেন, তিনি আগ্রহী নন। ফলে সৌরভ গাঙ্গুলীর পথ পরিষ্কার। যদিও বিসিসিআই এখনো তার প্রার্থীতার ব্যাপারে নিশ্চিত করেনি। গুঞ্জন রয়েছে ভারতের পক্ষে প্রার্থী হতে পারেন বোর্ডের দুই শীর্ষ কর্মকর্তা অনুরাগ ঠাকুর ও এন. শ্রীনিবাসন। এর বাইরে সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রেভস ও ইসিবির সাবেক চেয়ারম্যান জাইলস ক্লার্ক আইসিসি চেয়ারম্যান পদে লড়বেন বলে ধারণা করা হচ্ছে। তবে সৌরভের পক্ষে সমর্থন বেশি। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) ডিরেক্টর গ্রায়েম স্মিথ এরই মধ্যে জানিয়েছেন, তিনি গাঙ্গুলীকে চেয়ারম্যান পদে দেখতে চান। আর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা বললেন, ‘বিসিসিআই প্রেডিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে তাদের সমর্থন জানাবে এসএলসি, যদি তিনি আইসিসি চেয়ারম্যান হওয়ার আগ্রহ দেখান। তিনি আগ্রহী না হলে ভারত ক্রিকেট বোর্ড থেকে যাকে মনোনীত করা হবে, আমরা তাকেই সমর্থন দেবো।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *