সুন্দরগঞ্জে বন্যার্তদের জন্য হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

ক্বারী মোঃ আবু জায়েদ খাঁন, সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বন্যা কবলিত কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের বন্যার্তদের জন্য হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতি ও বুধবার ২ দিনব্যাপী এসোড ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্প’র আওতায় কমিউনিটি রেজিলিয়েন্স এ্যাকশন গ্রুপ’র সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক বাস্তবায়িত মেডিকেল টিমের মাধ্যমে কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের ৭টি কমিউনিটির ৯টি ভেন্যুতে বিনাম‚ল্যে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ঔষধপত্র ও খাবার স্যালাইন প্রদান করা হয়েছে। এতে ইউনিয়ন ২টির ১ হাজার ৮’শ ৮৩ জন শিশু, নারী, পুরুষ, প্রতিবন্ধী ও বৃদ্ধ-বৃদ্ধাকে সেবা প্রদান করা হয়েছে। এরমধ্যে শিশু ১’শ ১৭ জন, নারী ৯’শ ৫৮ জন, পুরুষ ৭’শ ১৭ জন, প্রতিবন্ধী ২২ জন ও বৃদ্ধ-বৃদ্ধা ৫৯ জন বলে জানা গেছে।
এসময় ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফুজ্জামান সরকার, মেডিকেল অফিসার ডা: মাইদুল ইসলাম, ডা: মেসবাহ উল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আজিমুদ্দিন, স্বাস্থ্য সহকারী নজরুল ইসলাম, আব্দুল জলিল, শিল্পী রানী, এনামুল হক , আবুল কালাম আজাদ, আনিসুর রহমান, ফারুকুল ইসলাম, হুসেনুর বেগম। এছাড়া, এসোড’র ফিল্ড অফিসার মোক্তার হোসেন, এফএফ ফারহানা আফরোজ, মিজানুর রহমান ও কমিউনিটি রেজিলিয়েন্স একশন গ্রুপ (ক্র্যাগ) কমিটির সদস্যবৃন্দ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *