সুন্দরগঞ্জে পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ক্বারী মো: আবু জায়েদ খাঁন, (সুন্দরগঞ্জ) গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় থানা পুলিশের আয়োজনে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশ ঘোষনায় জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়।
গত রবিবার সন্ধ্যায় থানা চত্ত¡রে অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম-বার, পিপিএম-সেবা)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল আউয়াল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ, পৌর মেয়র আব্দুর রশীদ সরকার ডাবলু, সুন্দরগঞ্জ ডি.ডাবিøউ সরকারী কলেজের অধ্যক্ষ এ.কে.এম হাবীব সরকার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহŸায়ক আফরুজা বারী, যুগ্ম-আহŸায়ক রেজাউল আলম রেজা, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, হাফিজা বেগম কাকলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, পৌর আ’লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, উদীচী সভাপতি এটিএম মাসুদ উল ইসলাম চঞ্চল, নদী বাঁচাও” মানুষ বাঁচাও আন্দলনের আহŸায়ক সাদেকুল ইসলাম দুলাল, পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য, সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহŸায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, দহবন্দ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মণ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওসি (তদন্ত) বুলবুল ইসলাম ও সেকেন্ড অফিসার সেলিম রেজা। এর আগে কেক কাটা, মিষ্টি বিতরণ, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে রাতে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *