সুন্দরগঞ্জে পিআইও নুরুন্নবীর বিরুদ্ধে এবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের তদন্ত

ক্বারী মোঃ আবু জায়েদ খাঁন, সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার অনিয়ম-দুর্নীতিসহ নানা কর্মকাÐে বিতর্কিত ও আলোচিত গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বিরুদ্ধে এবার তদন্ত শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। সোমবার (১০ আগস্ট) বিকালে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা অধিদফতরের পরিচালক (ম‚ল্যায়ন ও পরীবিক্ষণ) মো. আনিছুর রহমান। এরআগে, রবিবার (৯ আগষ্ট) দুপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে তদন্ত কার্যক্রম শুরু করেন আনিছুর রহমান। তদন্তের সময় অভিযুক্ত পিআইও নুরুন্নবী সরকার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। এছাড়া তদন্তকালে সুন্দরগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক মো. আনিছুর রহমান বলেন, ‘ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে বছরের ৩৬৫ দিন প্রকল্প এলাকা পরিদর্শনের নামে ভ্রমণ ভাতা উত্তোলনের বিষয়ে সরেজমিনে তদন্তে আসেন তিনি। দীর্ঘসময় তদন্তকালে সব প্রকার বিল-ভাউচার ও নথিপত্র যাচাই করাসহ অভিযুক্ত পিআইও নুরুন্নবী এবং হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে লিখিত বক্তব্য জমা নেওয়া হয়। এছাড়া অস্বাভাবিক ও ভুয়া ভ্রমণ বিল অনুমোদনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলীর বক্তব্য লিপিবদ্ধ করা হয়। তদন্তের তথ্য-প্রমাণসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে দ্রæতই এ সংক্রান্ত প্রতিবেদন মহাপরিচালক বরাবরে দাখিল করা হবে।’এরআগে, গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে বছরের ৩৬৫ দিন ভ্রমণ বিল উত্তোলনসহ নানা অনিয়ম ও দুর্নীতি কর্মকাÐের একাধিক সচিত্র প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে জেলা প্রশাসকের নির্দেশে দুই দফা তদন্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব (এডিসি) আলমগীর কবির সৈকত। তদন্তে নুরুন্নবী সরকারের বিরুদ্ধে বছরের ৩৬৫ দিন ভ্রমণ বিল উত্তোলনসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রমাণ পায় তদন্ত কমিটি। পরে অভিযুক্ত পিআইও নুরুন্নবীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ তাকে বরখাস্তের সুপারিশ করে সংশ্লিষ্ট অধিদফতরের প্রতিবেদন পাঠায় জেলা প্রশাসক আব্দুল মতিন। বর্তমানে অভিযুক্ত পিআইও নুরুন্নবী সরকার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত আছেন। ২০১৫ সালে সুন্দরগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে নানা অনিয়ম-দুর্নীতি কর্মকাÐে জড়িয়ে পড়েন নুরুন্নবী সরকার। একাধিক হামলার শিকারসহ অনিয়ম-দুর্নীতির ঘটনায় তার বিরুদ্ধে দুদকসহ পাঁচটি মামলা দায়ের হয়। এদিকে, গণমাধ্যমে একের পর এক অনিয়ম-দুর্নীতির সচিত্র তথ্য-প্রমাণ প্রকাশের পর নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন নুরুন্নবী সরকার। এমনকি উচ্চ আদালতেরও শরনাপন্ন হয়েও ব্যর্থ হন তিনি। এক পর্যায়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর মানবাধিকার কর্মীসহ ১২ জন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে রংপুরের আদালতে পৃথক দুটি মানহানির মামলা করেন তিনি। যদিও আদালত মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। কিন্তু প্রায় এক বছরেও সেই প্রতিবেদন আদালতে দাখিল করেনি পিবিআই।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *