সুন্দরগঞ্জে ডিলারের নিকট চাঁদা দাবি, বাড়িতে তুলে হাতুড়ি দিয়ে মারধর পুলিশকর্তৃক উদ্ধার মামলা দায়ের

ক্বারী মোঃ আবু জায়েদ খান, সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধিঃ

দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি গ্রামের জাহাঙ্গীর আলম মিয়ার পুত্র রাঙ্গা মিয়া,মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব (ফেয়ার কর্মসূচি) ৮ নং ওয়ার্ড এর ডিলার রাঙ্গা মিয়ার নিকট থেকে পশ্চিম বাছহাটি গ্রামের অছিম উদ্দিন ও তার পুত্রদ্বয় দীর্ঘদিন ধরে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে গত ১৯ সেপ্টেম্বর ২০২০ সকাল 9 ঘটিকার সময় রাঙ্গা মিয়া প্রফেসরের বাজার থেকে ব্যবসায়ী উদ্দেশ্যে রওনা করে। আসামি গন অন্যায় ভাবে পথ রোধ করে হাতুড়ি, লোহার রড, লোহার শাবল সহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া রাঙ্গা মিয়াকে বাড়িতে নিয়া গিয়ে মারপিট করে গুরুতর আহত করে। এমনতো অবস্থায় থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে রংপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় রাঙ্গা মিয়ার ভাই রবিউল ইসলাম রঞ্জু ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৩৮৫/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড মামলা রুজু করেন। দায়েরকৃত মামলা আসামি পিতা ও ৬ পুত্র তারা হলেন ডাবলু মিয়া, শাহিন মিয়া, শাহাদত হোসেন স্বাধীন, জাহাঙ্গীর আলম সুজন ,শামীম মিয়া, সৈকত হোসেন ,পিতা: অছিম উদ্দিন। ৭ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত রাঙ্গা মিয়া রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যাহার মামলা নং 23, তারিখ: 22 সেপ্টেম্বর 2020।

অছিম উদ্দিন এলাকার প্রভাবশালী নামিদামি দাদন ব্যবসায়ী বলে পরিচিত।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *