সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের দাম এখন ১২৪০ টাকা

এক মাসের ব্যবধানে সিলিন্ডার প্রতি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম ৬২ টাকা বৃদ্ধি পেয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য বেসরকারি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম এক হাজার ২৪০ টাকা পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. আব্দুল জলিল এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি এলপিজির দাম ভোক্তাপর্যায়ে প্রতি কেজি ১০৩ টাকা ৩৪ পয়সা। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে ১২ কেজি বোতলজাতকৃত এলপিজির মূল্য ১২৪০ টাকা। এ আদেশ ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দামই বহাল থাকবে বলে জানায় কমিশন।

এর আগে, জানুয়ারি মাসে এলপি গ্যাসের মূল্য ১ হাজার ১৭৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে গত বছরের তুলনায় জানুয়ারিতে এলপিজির কাঁচামাল বিউটেন ও প্রোপেনের মূল্য কমে যাওয়ায় সেসময় এই মূল্য নির্ধারণ করার কথা জানায় এনার্জি রেগুলেটরি কমিশন

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *