সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার আহ্বান পোপ ফ্রান্সিসের

দেশটিতে গৃহ যুদ্ধের ১০বছর পূর্তি উপলক্ষে রোববার তিনি এ আহ্বান জানান। মিডল ইস্ট মনিটর, রয়টার্স

[৩] তিনি আরো বলেন, সিরিয়ায় এই দশ বছরে সব থেকে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। দেশটিতে যুদ্ধ বন্ধ ও অর্থনৈতিক পুনরুদ্ধানে আর্ন্তজাতিক সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান।

[৪] ২০১১ সালের জানুয়ারির শেষ দিকে সিরিয়ায় প্রথম বিক্ষোভ দেখা দেয়। তবে তা ছিল ছোট। সিরিয়াজুড়ে বড় ধরনের বিক্ষোভ দেখা যায় ২০১১ সালের ১৫ মার্চ। এই দিনটিকেই সিরিয়ায় গণ-আন্দোলনের শুরুর দিন হিসেবে গণ্য করা হয়।
[১] শেরপুরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটি বিশেষ দিন ছাড়া, সারা বছর থাকে অবিভাবকহীন ≣ [১] শেরপুরে কর্মহীন, অসহায় ও দ্ররিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ≣ রাজনৈতিক সংকট উত্তরণে আন্দোলনের বিকল্প নেই, বললেন ফখরুল

[৫] গৃহযুদ্ধ-পূর্ব সিরিয়ার মোট জনসংখ্যার অর্ধেক বাস্তুচ্যুত হয়েছে। এই সংখ্যা প্রায় ১২ মিলিয়ন। বাস্তুচ্যুত সিরীয়দের মধ্যে প্রায় ৪০ শতাংশ শিশু রয়েছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় বাস্তুচ্যুতি আর দেখেনি বিশ্ব।

[৬] গৃহযুদ্ধ দেশটির জীবনব্যবস্থা, কর্মসংস্থান, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এএফপি বলছে, সিরিয়ার পাউন্ড এক দশকে ৯৮ শতাংশ পর্যন্ত মূল্য হারিয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *