সিরাজগঞ্জে ঘনকুয়াশা তীব্র শীতে ইরি-বোরো ধানের বীজতলা নষ্ট, হতাশায় কৃষক

সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ইরি-বোরো ধানের বীজতলা। ঘন কুয়াশা তীব্র শীতের কবলে পড়ে নষ্ট হচ্ছে বীজতলা রক্ষার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন ও বিভিন্ন প্রকার ছত্রাকনাশক ছিটিয়েও কোন ভালো ফল পাচ্ছেন না। এরকম আবহাওয়া চলতে থাকলে জেলার এ মৌসুমে বোরোর চারার সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছে স্থানীয় কৃষকেরা। জেলার রায়গঞ্জ, কামারখন্দ, তাড়াশ,সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে নষ্ট ও ক্ষতিগ্রস্ত বীজতলা দেখা যায়।

[৩] বীজতলা রক্ষা করতে কৃষকরা পলিথিন, খড় পাতা, ঢেকে রাখেছে।

[৪] সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ৫৮০০ হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরি করা হয়েছে। যাতে করে ১১৬,০০০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা যাবে।
মার্সেল টিভিতে অদল বদল অফার ≣ কে এই আরুশি শর্মা? ≣ জনপ্রিয় দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার ঘরে নতুন অতিথি

[৫] চৈরগাঁতী গ্রামের কৃষক মংলা বলেন, এবার ২৯ জাতের বীজতলা করা হয়েছে কিন্তু ঘন কুয়াশায় বীজতলা নষ্ট হতে বসে। সিরাজগঞ্জ জেলা কৃষি উপপরিচালক মো. আবু হানিফ বলেন, কৃষকদের বোরো- ইরি ধানের বীজতলা ভালো হওয়ার জন্য আমরা বিভিন্ন ভাবে সঠিক পরামর্শ দিচ্ছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *