সিপিএলে নিলামের আগেই জ্যামাইকা তালাওয়াহসের দলে সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে জ্যামাইকা তালাওয়াহস- এর হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামের আগেই তাকে দলে নিয়েছে ক্যারিবীয় এই ফ্র্যাঞ্চাইজি।

[৩] বৃহস্পতিবার ২৭ মে এক টুইট বার্তায় সাকিবকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে সিপিএল কতৃপক্ষ। টুইট বার্তায় তারা লিখেছে, ধারণা করুণ কে ফিরছে? সাকিব আল হাসান আবারো ফিরছে জ্যামাইকা তালাওয়াহসে সিপিএল-২০২১ এ খেলতে।

[৪] জ্যামাইাকায় এবারই প্রথম নয়, এর আগেও ২০১৬ ও ২০১৭ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন সাকিব। দলটির হয়ে দুই মৌসুমে ১৬ ম্যাচ খেলেন সাকিব। বল হাতে ১৪ উইকেট ও ব্যাট হাতে করেছিলেন ২২১ রান। পরবর্তী নিজের প্রথম দল বার্বাডোজে ফিরেন তিনি। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে খেলেছিলেন সাকিব।
গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য সালথার ৭০ গ্রাম ≣ সালেহ্ বিপ্লব: ভরসন্ধ্যায় খোলাচুলে বাইরে যাওয়া বারণ ≣ [১] আজ মহান মে দিবস: গণমাধ্যমকর্মীদের অর্থনৈতিক ও স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করার দাবি সিইউজের

[৫] সিপিএলে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৩৫৪ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৯ উইকেট। সিপিএলে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগারের মালিকও সাকিব। ট্রিণবাগোর বিপক্ষে বার্বাডোজের হয়ে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। যে রেকর্ড ভাঙতে পারেনি এখনো কেউ।

[৬] সব কিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাসের ২৮ তারিখ থেকে বাসেতের সেন্ট কিটস নেভিসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে শুরু হবে সিপিএলের নবম আসর। এক ভেন্যুতেই ৩৩ ম্যাচ শেষে সেপ্টেম্বরের ১৯ তারিখে পর্দা নামবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *