সাড়ে ৭ হাজার প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ

৭ হাজার ৬১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক মেরামতের জন্য ১৪ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ পাওয়া স্কুলগুলোর ওয়াশব্লক মেরামতের কাজ করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এসব স্কুলের ১৪ হাজার ৯৪টি ওয়াশব্লকের রুটিন মেইনটেনেন্স করা হবে এ টাকায়। প্রতিটি ওয়াশব্লক মেরামতের জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে গত ১০ মে ৫ হাজার ৬১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়াশব্লক মেরামতের জন্য ১০ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

জানা গেছে, পিইডিপি-৪ এর আওতায় ২য় পর্যায়ে এই ৭ হাজার ৬১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়াশব্লক মেরামতের টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসব স্কুলের ১৪ হাজার ৯৪টি ওয়াশবল্ক মেরামত করা হবে৷ প্রতিটি ওয়াশব্লক মেরামতে বরাদ্দ ১০ হাজার টাকা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *